নাটোর অফিস ॥
বঙ্গবন্ধু সহ তার পরিবার ও একুশ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি ম্রদ্ধা জানিয়েছে নাটোরের পুজা উদযাপন পরিষদ। ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করে নাটোর জেলা পূজা উদযাপন পরিষদ। শুক্রবার শহরের রাধাবল্লভ জিউ মন্দির চত্বরে সমর কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাভোকেট প্রসাদ কুমার তালুকদার, সাধারন সম্পাদক অ্যাভোকেট আব্দুল মালেক শেখ, চিত্ত রঞ্জন সাহা.অ্যাভোকেট সুশান্ত কুমার ঘোষ, অ্যাভোকেট খগেন্দ্র নাথ রায়,খগেন সাহা,শ্যাম সুন্দর আগরওয়ালা,অপুর্ব চক্রবতী,সুজিত কুমার সরকার প্রমুখ।
সভায় ৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন এবং নিহতদের আত্মার শান্তি কামনা সহ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।