নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুমের বিক্রিকৃত আখের মূল্য পরিশোধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি দিয়েছে আখচাষীরা। বৃহস্পতিবার নাটোর সুগার মিলস লিঃ এর বাগাতিপাড়া সাবজোন অফিসে এক বৈঠক করে স্থানীয় আখ চাষীরা। বৈঠক শেষে আশরাফুল আলম খান ডাবলুর নেতৃত্বে আখচাষীদের একদল প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের হাতে স্মারক লিপি পেশ করেন তারা।
স্মারক লিপিতে বলা হয়েছে, গত ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুমে ২১ মার্চ ২০২০ পর্যন্ত তারা তাদের উৎপাদনকৃত আখ নাটোর চিনি কলের বাগাতিপাড়া সাবজোন এর বিভিন্ন আখ ক্রয় কেন্দ্রে সরবরাহ করেছেন। এর মধ্যে গত ২৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত আখের মূল্য পরিশোধ করা হয়েছে। মাড়াই মৌসুম শেষ হওয়ার পাঁচ মাস অতিবাহিত হয়ে গেলেও চাষীদের সরবরাহকৃত সম্পূর্ণ আখের মূল্য পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করা হচ্ছে। বকেয়া পরিশোধের জন্য নাটোর চিনি কলের উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোনো ফল পাননি আখচাষীরা। গত ২৪ আগস্ট ২০২০ এ পুনরায় তারা নাটোর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক এর সাথে সাক্ষাৎ করে দ্রুত তাদের পাওনা টাকা পরিশোধের দাবি জানালে ব্যবস্থাপক আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে চাষীদের সকল টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার এই সাব জোনের সকল কেন্দ্রের আখ চাষী নেতৃবৃন্দ একটি বৈঠকের মাধ্যমে আগামী মাসের ১ তারিখের মধ্যে সকল টাকা পরিশোধ না হলে মানববন্ধন, সাবজোন অফিস সহ মিলের বিভিন্ন সাইড অফিস অবরুদ্ধ করা, আখ রোপণ বন্ধ ও চিনি কলের সমস্ত কার্যক্রম বন্ধ সহ পরবর্তী কার্যক্রমের ঘোষণা দেন। এই সাবজোনের আখচাষীদের প্রায় ৩ কোটি টাকা পাওনা রয়েছে বলে স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে।