॥জাগোনাটোর রিপোর্ট॥
ভরদুপুরে শহরে নামলো সন্ধ্যা। একদিন আগেও সকালে রাতের অন্ধকার দেখেছে নাটোরের মানুষ। আর বুধবার দুপুরে দেখলো সন্ধ্যার আভা।
বুধবার (২রা মে) বেলা ১১টায়ও আকাশ ছিলো পরিস্কার। আবহাওয়া ছিলো রৌদ্রকরোজ্জ্বল। হঠাৎই যেন আকাশে মেঘের ঘনঘটা। মেঘে মেঘে ঢেকে গেল পুরো শহর।
বেলা সাড়ে ১২টায় শুরু হয় তুমুল বৃষ্টি। সাথে বজ্রপাত।
মিষ্টি রোদের পর প্রকৃতির এমন রুপ কেউ দেখেনি আগে। সারা নাটোর ঢাকা পড়লো অন্ধকারে। যেন সিঁদুরে মেঘ!
বিধবার সকালে শহরের কানাইখালীস্থ নাটোর প্রেসক্লাবের সামনে থেকে মেঘে ঢাকা অন্ধকার শহরের কয়েকটি ছবি সেলফোনে ধারণ করেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। ছবিতে দেখা যায়, রাস্তায় দুএকটি অটোরিক্সা লাইট জালিয়ে চলাচল করছে। এছাড়া চোখে পড়ার মতো তেমন মানুষ বা যানবাহনের দেখা নেই।
একইসময় নাটোরের বাগাতিপাড়া, নলডাঙ্গা ও লালপুরে বজ্রপাতসহ ব্যাপক শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শিলাবৃষ্টির কারণে হালতিবিল ও চলনবিলের ধান এবং আমের ব্যাপক ক্ষতি হবে।