নাটোর অফিস॥
ধর্ষণ, বাল্য বিবাহ, যৌতুক, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এই সচেতনতা মূলক উঠান বৈঠকের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমি আক্তার প্রমূখ। কিশোর-কিশোরী ও সাধারণ নারীদের অংশ গ্রহণে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই সচেতনতামূলক বৈঠকের আয়োজন করছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা নারী উন্নয়ন ফোরাম।
ইউএনও মোছা: নাসরিন বানু বলেন, ধর্ষণ, বাল্য বিবাহ, যৌতুক, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন সামাজিক অপরাধ। এই কারণে অসংখ্য নারীর জীবন নষ্ট হচ্ছে। সকলকে সচেতন হতে হবে। এগুলো বন্ধ করতে হবে। চিন্তাধারাকে আরো উন্নত করতে হবে। স্বপ্ন দেখতে হবে মেয়েদের নিয়ে। আর নিজের উন্নয়নের জন্য নিজেদেরকেই আত্ম প্রত্যয়ী হয়ে উঠতে হবে