নাটোর অফিস
নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, বিএনপি-জামাতের শাসনামলে মানুষ সার চেয়ে গুলি খেয়েছে, বিদ্যুত চেয়ে নির্যাতিত হয়েছে, বিচার চেয়ে হামলা-মামলার শিকার হয়েছে। তাদের দুঃশাসন বাংলাদেশের মানুষ আর চায় না। শনিবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শহিদুল ইসলাম বকুল বলেন, একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো এদেশের কুলাঙ্গার পাকিস্তানি দোসররা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হলে গোপনে দেশবিরোধী তৎপরতা শুরু করে তারা। এরই অংশ হিসেবে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। হত্যাকান্ডে জড়িত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া ও পুত্র তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেন। যারা প্রতিহিংসায় লিপ্ত, তাদের হাতে কখনোই বাংলাদেশ নিরাপদ নয়।
শোকসভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও জামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা তাঁতীলীগ সভাপতি শামসুজ্জামান মোহন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, সাধারণ সম্পাদক মহসীন ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ