নাটোর অফিস॥
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বৈশ্বিক মাহামারি করোনা ও বন্যার মত যে কোন দুুর্যোগে চলনবিলের মানুষের পাশে থাকব। ইতিপুর্বে যত দুর্যোগে চলনবিলের মানুষের পাশে ছিলাম,এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। প্রতিমন্ত্রী বলেন,যারা সু-সময়ের বন্ধু হতে চায়,তাদের দু-সময়ে পাশে পাওয়া যায়না।
শনিবার সিংড়া পৌর এলাকার গাইন পাড়া এলাকায় বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী পলক এই কথাগুলো বলেন। এই ত্রান বিতরনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস,চায়না রেলওয়ে গ্রুপের একাউন্ট ম্যানেজার আবু কাওছার, নাটোর জেলা পরিষদের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন। প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত সহযোগিতায় ৬০০ পরিবারের মাঝে শিশু খাদ্য সামগ্রী ও ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া চায়না রেলওয়ে গ্রুপের পক্ষ থেকে আরও ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।