নাটোর অফিস॥
মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা সহ মূল্য তালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার আইনে নাটোরের বাগাতিপাড়ার তিন প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় তাদের জরিমানা করা হয়। জরিমানা করা তিন প্রতিষ্ঠানের মধ্যে জামনগর বাজারের বক্কার স্টোরের মালিককে তিন হাজার, সরকার এন্টারপ্রাইজ (চাউলের আড়ত) মালিক সাইফুল ইসলামকে এক হাজার এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে তমালতলা বাজারের লক্ষী ভান্ডারের মহানন্দ পালকে চার হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম মোবাইল টিম পরিচালনা করার সময় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
বৃহস্পতিবার দুপুরে সহকারী পরিচালক শামসুল আলমের নেতৃত্বে মোবাইল টিম বাগাতিপাড়ায় বিভিন্ন বাজারে তদারকি মুলক অভিযান পরিচালনা করেন। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ এবং বাগাতিপাড়া থানার এসআই মোস্তফা প্রমুখ।