নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যাক্তিদের দাফন ও সৎকার কাজে সেচ্ছাসেবী হিসেবে কাজ করা ৪টি টিমকে ৪৮ টি পিপিইসহ আনুষাঙ্গিক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নিজ বাসভবনে দাফন টিমের সদস্যদের সাথে মতবিনিময় শেষে টিমের নেতৃবৃন্দের হাতে এ সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী পলক বলেন, করোনাকালীন এ সময় মৃত্যুবরণ করলে সামান্য উপসর্গ থাকলেই পাশে থাকছে না আপনজন। নেগেটিভ পজেটিভ অনেক পরের হিসেব। এমন সময় যারা সাহসিকতার সাথে মৃত ব্যাক্তিদের দাফন ও সৎকারে কাজে এগিয়ে এসেছেন তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আঃ রউফ, হিলফুল ফুজুল এর পক্ষে টিম লিডার মোঃ জাকারিয়া মাসুদ ও মাওলানা আতিকুর রহমান সাদী এবং হিলফুল ফুজুল এর কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা, ইসলামী আন্দোলনের পক্ষে, মাও আব্দুস সালাম ও মাওলানা খলিলুর রহমান এবং ওলামা লীগের পক্ষে মোঃ আব্দুস সাকুর ও ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন প্রমুখ।