নাটোর অফিসঃ নাটোরে এক দিনে সর্বোচ্চ ৬২ জনের করোনা সনাক্ত হয়েছে। এটি এ যাবৎ পর্যন্ত সনাক্তের সর্বোচ্চ সংখ্যা।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০৬ জনে।
জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত পরশু রাজশাহী ল্যাব থেকে ফেরত পাঠানো ৩৬৩ টি নমুনা পাঠানো হয় ঢাকাতে। আজ সন্ধ্যায় ঢাকা থেকে সে নমুনাগুলোর ফলাফল নাটোরে এসে পৌঁছেছে।
তবে কোন উপজেলায় কতজন আক্রান্ত হয়েছেন সে তথ্য জানাতে সময় লাগবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে এর মধ্যে আক্রান্ত ৯ জন বড়াইগ্রামের বলে জানা গেছে।
আমাদের লালপুর প্রতিবেদক আশিকুর রহমান জানান লালপুরে নতুন আরো ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় একজন ডাক্তার, ৪জন মেডিকেল স্টার্ফ, একজন শিশু, একজন এসআই, পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য, একজন ছাত্রসহ মোট ৭২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৫জন।
শুক্রবার (০৭ আগস্ট ) রাত সারে ৯টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ‘শুক্রবার রাতে ই-মেইল বার্তায় তাকে নতুন করে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের খবর জানানো হয়। গত বৃহস্পতিবার ০৬ তারিখে ৯০জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো আজ তার মধ্যে ১২জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এনিয়ে উপজেলায় মোট ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করেছেন।