নিজস্ব প্রতিবেদক, সিংড়া,নাটোর॥ তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনা মহামারিকালীন বন্যায় ক্ষতিগ্রস্ত নাটোরের চলনবিলের একটি মানুষকেও অনাহারে-অর্ধাহারে রাখবে না শেখ হাসিনার সরকার।
বুধবার প্রতিমন্ত্রী বন্যাকবলিত নাটোরের সিংড়ায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের বন্যায় উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের মানুষ এখন পানিবন্দি এবং সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল ও প্রায় একশ’ পুকুরের মাছ ভেসে গেছে। বন্যার্ত মানুষদের খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন বাঁধ রক্ষায় নানা রকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
পরে তিনি আত্রাই নদীতীরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন।
এসময় সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, কলম ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম চুনু প্রমুখ তার সঙ্গে ছিলেন।