নাটোর অফিসঃ দিন বাড়ার সাথে সাথে বাড়ছে বন্যার পানি। আর বন্যার পানিতে ভয়াবহ রুপ ধারণ করছে বন্যা পরিস্থিতি।
সর্বেশষ বন্যার পানিতে প্লাবিত হয়েছে সিংড়ার কলম ইউনিয়ন। বাঁধ ভেঙ্গে যাওয়ায় লোকালয়ে পানি ঢুকে জনজীবনকে করেছে বিপর্যস্ত।
ইতোমধ্যে, বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় ঘরবাড়ি ছাড়তে শুরু করেছে মানুষ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, আসবাবপত্র, গবাদি পশু নিয়ে মানুষ বাড়ি ছেড়ে উচু এলাকায় বা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে।
অনেকেই গবাদিপশু নিয়ে উঠেছেন কলম ইউনিয়ন পরিষদ চত্বরে।
এদিকে কলম ইউনিয়নের কলম কেন্দ্রীয় গোরস্থান – বলিয়াবাড়ি ভেরিবাঁধ রক্ষায় হাজার হাজার মানুষ সেচ্ছায় কাজ করছে।
এ বাঁধ রক্ষা হলে সুর্যপুর, লক্ষিপুর, নগরপাড়া, সান্তানগর, কাশিয়াবাড়ি, মির্জাপুর, হরিনা, বলিদাঘাটি, দেবত্তর গ্রামের হাজার হাজার চাষির ফসল এবং পুকুর বেঁচে যাবে।