নাটোর অফিসঃ ৭০ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন জ্বালানী তেল ভর্তি রেলের একটি কার্গো ওয়াগন নাটোর রেল স্টেশন সংলগ্ন ডিপোতে তেল খালাসের পূর্বে সান্টিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেছে কয়েকটি চামড়ার ঘরে। কার্গো ওয়াগনটি খুলনা থেকে এসেছিলো।
এতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নাটোর স্টেশনের রেলগেট ও চামড়াপট্টি এলাকার ব্যবসায়ী ও বেশ কিছু স্থাপনা।
নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, ‘সান্টিংয়ের সময় ট্রেনটি পেছনে নেয়া হচ্ছিল।কিন্ত ওয়াগনটির গতি বেশি থাকায় সিগন্যাল দেয়ার পরও চালক নিয়ন্ত্রণ করতে পারেনি ফলে সেটি ওপরে উঠে যায়। ঘর কয়েকটি ভেঙ্গে চুরমার হয়ে গেলেও কার্গো ওয়াগনটি লিক না হওয়ায় বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পাওয়া গেছে।