নাটোরে অফিস॥
কোরবানীর হাটে বিক্রির জন্য ৭টি খাসী রেখেছিলেন বাগাতিপাড়ার ক্ষিদ্রমালঞ্চি মোল্লাপাড়া গ্রামের দিনমজুর আজবাহার আলী। বিক্রির আগেই কয়েলের আগুনে ঘরসহ পুড়ে গেলো সবগুলো খাসী।
রোববার(২৬ শে জুলাই) দিনগত রাতে কয়েলের আগুনে তিনটি বসতঘরসহ সাতটি খাসী পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ দিনমজুর আজবাহার আলী বলেন, রাতে খাসীর ঘরে মশা তাড়ানোর জন্যে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ছাগলের ঘরে আগুন লাগে এবং পরে পাশের দুইটি ঘরও পুড়ে যায়। বিষয়টি টের পেয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে প্রতিবেশিরা এগিয়ে এলে আগুন নিয়ন্ত্রণে আসে। অনেক চেষ্টা করেও ঘরে রাখা খাসীগুলোকে বাঁচাতে পারলাম না। খাসীগুলো এবার কোরবানীর জন্য বিক্রি করতাম। আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।