নাটোরে অফিস॥
নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষ থেকে বানভাসীদের চলাচলের জন্য ১০ টি নৌকা দেয়া হয়েছে।
আজ সোমবার(২৭শে জুলাই) দুপুরে সিংড়া পৌর এলাকার বানভাসীদের জন্য স্থানীয় কাউন্সিলরদের কাছে নৌকাগুলো হস্তান্তর করেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মাওলানা রুহুল আমিন।
মাওলানা রুহুল আমিন জানান, আত্রাই নদীন পানি বাড়ার সাথে সাথে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিংড়া পৌর এলাকাতেও অনেক পরিবার পানিবন্দী রয়েছে। এসব পরিবারের সদস্যদের প্রাত্যহিক যাতায়াতের বিষয়টি বিবেচনা করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নৌকার পৌরবাসীকে নৌকা দিয়েছেন। এসব নৌকা এান বিতরণের পাশাপাশি সবসময় বন্যার্ত মানুষের খোজ খবর রাখাসহ সার্বিক চলাচলের জন্য ব্যবহারে প্রতিমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রায়হান কবির টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক আতিকুর রহমান হেলাল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জুনাইদ হাসান জয় প্রমূখ।