নাটোর অফিসঃ নাটোরে স্বাস্থ্যবিধি অমান্য ও ভোগ্যপণ্যের দোকানে মূল্য তালিকা না রাখায় ১৮ জন ভোগ্যপণ্য ব্যবসায়ী ও এক হাট ইজারাদারকে জরিমানা করেছে চারটি ভ্রাম্যমান আদালত। এসময় ৮৩০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ শনিবার(২৫শে জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাটোর সদর,নলডাঙ্গা ও বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় এবং দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে ১৮ জন ব্যবসায়ীকে মোট ৭,৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া নলডাঙ্গা হাটে বেশি টোল আদায়ের অভিযোগে একজন ইজারাদারকে ১০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নাটোর সদরের করোটা পশুর হাটে টোল চার্ট প্রদর্শন, জাল নোট সনাক্তকরণ বুথ এবং স্বাস্থ্য বিধি অনুসরণ বিষয়ে হাট পরিচালনা কমিটির সদস্যদেরকে নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখা হবে।