নাটোর অফিস॥
নাটোরের সিংড়া উপজেলার বন্যা দুর্গত শেরকোল ও তাজপুর ইউনিয়নের এক হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বৃহস্পতিবার(১৬ই জুলাই) দুপুরে খাদ্য সহায়তা বিতরণ শেষে বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পাউবোর ঠিকাদার আব্দুল জব্বারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী করোনা আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ একসাথে মোকাবিলা করেই মানুষের পাশে থেকে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার।
সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করার জন্য সরকারী কর্মকর্তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত বাধা বিপত্তি অতিক্রম করে এদেশের জনগনের পাশে ছিলেন। তিনি যে কোনো দুর্যোগময় পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিক নির্দেশনা দেন।