নাটোর অফিস॥
নাটোরের তেবাড়িয়া হাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০০০ মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়েছে।
এসময় এক জাল বিক্রেতাকে ১০০০ টাকা জরিমানা ও লাইসেন্স নবায়ন না করায় বিসমিল্লাহ ফিড নামের এক দোকানের মালিককে ১০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
আজ রোববার(১২ই জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন,সম্প্রতি নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন বেড়েছে। এই সুযোগে কিছু মৎস্য শিকারী কর্তৃক পোনা মাছ ধরার প্রবণতা লক্ষ্য করা গেছে। তাই বাজারে নিষিদ্ধ কারেন্ট জালের কেনাবেচা বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।