নাটোর অফিসঃ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে শহীদ আব্দুর রাজ্জাকের সহধর্মীনি রওশন আরা জোসনা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী, ডায়াবেটিসসহ দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকালে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
বাদ জোহর নীচাবাজার জামে মসজিদে জানাজার পর গাড়িখানা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমা রওশন আরা জোসনা নাটোরের সিনিয়র সাংবাদিক ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর বড় বোন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম, নাটোর সদর হাসপাতালের সাবেক আরএমও ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য রইস উদ্দীন রুবেল, সমকাল সুহুদ সমাবেশের সভাপতি মজিবুল হক নবী, সাধারণ সম্পাদক মাহাতাব আলী প্রমুখ।
১৯৭২ সালে নাটোর উত্তরা গণভবনে মরহুমা রওশন আরাকে ডেকে শহীদ স্বামীর আত্নত্যাগ স্মরণ করে সান্ত্বনা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই ঘটনাকে তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মষতবার্ষিকী উপলক্ষে গত ১৭ই মার্চ বিশেষ প্রিন্ট সংস্করণ প্রকাশ করে জেলায় নাটোরভিত্তিক একমাত্র অনলাইন নিউজ পোর্টাল জাগোনাটোর২৪.কম।