নাটোর অফিসঃ
নাটোরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু স্বর্ণালংকার ও জরুরী কাগজপত্র খোয়া গেছে।
সাংসদ রত্না বাজেট অধিবেশনে যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন।
শনিবার দিনগত রাতের কোন এ সময় এ ঘটনা ঘটে।
বাড়ির পরিচারিক নাজমা বেগম জানান, গত একমাস যাবৎ সাংসদ বাজেট অধিবেশনের জন্য ঢাকায় অবস্থান করলে তার বাড়িটি বন্ধ ছিলো। এরই সুযোগে বাড়ির দ্বিতীয় তলার একটি জানালার তিনটি গ্রিল কেটে চোর প্রবেশ করে। তবে কি কি নিয়েছে তা সংসদ সদস্য এলেই জানা যাবে।
সাংসদ রত্না আহমেদ জানান, ওই ঘরের ড্রয়ারে তার নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার ছিলো। আরেকটি ঘরে পাসপোর্টসহ জরুরী কিছু কাগজপত্র ছিলো। তিনি বাজেট অধিবেশনে যোগ দেয়ার আগে সেগুলো রেগে গেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আলম বলেন, কে বা কারা এই চুরির সাথে জড়িত তা খুঁজে বের করা হবে।