নাটোর অফিস॥
নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মোস্তাক ও শ্বশুর জাকির হোসেনেকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ শুক্রবার(২৬শে জুন) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল মতিন আসামিদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানী শেষে বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ জুন শহরের হরিশপুর এলাকায় স্বামী গৃহে অস্বাভাবিক মৃত্যু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পাশ করা ছাত্রী সুমাইয়ার।স্বামী ও পরিবারের লোকজন সুমাইয়ার লাশ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার স্বামী মোস্তাক ও শশুড় জাকিরকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শাশুড়ি সৈয়দা মালেক ও ননদ জুথিকে গ্রেফতার করেছিল পুলিশ।