নাটোর:নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নির্বাচনী গণসংযোগে দুর্বৃত্তদের হামলার ঘটনায় আটককৃত মানিককে নির্দোষ দাবী করেছে তার পরিবার। তাদের দাবী, মানিকই উল্টো হামলার শিকার হয়েছে আহাদ আলী সরকারের কর্মী সমর্থকদের দ্বারা।
সোমবার রাত সাড়ে ৮টায় নাটোর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের এসব কথা জানান মানিকের মা ফাতেমা বেগম ও বাবা মোস্তফা।
ফাতেমা বলেন, সোমবার মানিক তার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য রাজশাহী ছিলেন। সেখান থেকে বিকেলে সে নাটোরে ফিরে আসে। সিদ্দিরগ্রামে আসার পরই আহাদ আলী সরকারের সমর্থকরা তার ছেলের উপর চড়াও হয়। এ খবর পেয়ে বাড়ি থেকে আমি ও আমার স্বামী ঘটনাস্থলে গেলে দেখি, ছেলেকে নিয়ে ধাক্কাধাক্কি করছে। তাদের হাত থেকে কোনক্রমে নিজেকে বাঁচিয়ে বাড়িতে ঢুকে পড়ে মানিক। তখন নেতাকর্মীরা বাড়িতে ঢোকার চেষ্টা করে। মানিককে রাজনীতি করার শিক্ষা দেয়া হবে জানিয়ে বাড়ির দরজা-জানালা ভাংচুর করে। বাড়ির মেয়েরা চিৎকার করে এগিয়ে এলে আহাদ আলী সরকারের সমর্থকরা পিছু হটে। এর আধঘন্টা পর বাড়ি থেকে বের হলে মানিককে পুলিশ আটক করে।
অন্যায়ভাবে মানিককে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে উল্ল্যেখ করে ফাতেমা বেগম সঠিক তদন্ত ও মানিকের মুক্তি দাবী করেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আহাদ আলী সরকারের গণসংযোগে হামলা চালায় দুর্বৃত্তরা।