নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় কোন প্রকার নতুন করারোপ ছাড়াই ২০২০-২০২১ অর্থ বছরের ৪৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ১৬০ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার পৌর মেয়র কেএম জাকির হোসেন ওই বাজেট ঘোষনা করেন।
বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ২১ লাখ ৭৯ হাজার ২৯৫ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৬ লাখ ৭৪ হাজার ৮৬৫ টাকা।
পৌর মিলনায়তনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, সুধী, সাংবাদিকদের অংশ গ্রহনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে বাজেট সভায় বক্তৃতা করেন পৌর সচিব আব্দুল হাই, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাউন্সিলর আশরাফুল আলম মিঠু, মোস্তাফিজুর রহমান মাসুদ, মোহিত কুমার, শরীফুন্নেসা শিরিন প্রমূখ।
এসময় পৌর মেয়র জাকির হোসেন বলেন, আমরা মহামারী করোনা মোকাবেলায় নিরবিচ্ছিন্ন ভাবে সরকারী নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। এছাড়া ব্যক্তি উদ্যোগে মানবিক সহায়তা করে যাচ্ছি। আমরা বনপাড়া পৌর সভার সকল নাগরিককে শতভাগ নিরাপদে রাখতে চাই। এর জন্য নাগরিকদের সচেতনা বৃদ্ধি এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে।