নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া, নাটোর॥ নাটোরের বাগাতিপাড়ায় এই প্রথম করোনাকে জয় করে সুস্থ হয়েছেন তিন জন। তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ ১৪ জুন রবিবার সার্টিফিকেটের মাধ্যমে তাদের করোনামুক্ত ঘোষণা করা হয়।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রতন কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুজ্জামান প্রমুখ।
করোনা জয়ী মিল্টন বলেন, দীর্ঘদিন যাবৎ আমার জ্বর সর্দি কাশি ভালো না হওয়ায় আমি নিজে ইচ্ছাকৃত ভাবে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার নমুনা দেই। কয়েকদিন পরে আমার করোনা পজেটিভ রেজাল্ট আসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের পরামর্শ মেনে এখন আমি সম্পূর্ণ সুস্থ। আমি নিয়মিত গরম পানি, বিভিন্ন শাক সবজি ও ভিটামিন সি জাতীয় খাদ্য খেতাম।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুজ্জামান জানান, এখন পর্যন্ত আমাদের উপজেলায় মোট নমুনা সংগ্রহ ২৮০ জন নেগেটিভ এসেছে ২১২ জন পজিটিভ এসেছিল ৮ জন। অপেক্ষামান ৬০ জন।
ডাঃ রতন কুমার সাহা বলেন, পজেটিভ আট জনের মধ্যে সুস্থ হয়েছে তিনজন। পরপর দুবার নমুনা প্রেরনের পর নেগেটিভ রেজাল্ট আশায় আমাদের মেডিকেল এর পক্ষ থেকে তাদেরকে করোনা মুক্ত প্রত্যয়ন পত্র প্রদান করলাম এবং সুস্থ থাকার জন্য পরবর্তীতে তাদের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে।