নাটোর অফিস॥
পদ্মা নদীর নাটোরের লালপুর অংশের দিয়ার বাহাদুরপুর পয়েন্ট থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লিটন মালিথা(৪০) নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভবিষ্যতে তিনি কখনো অবৈধভাবে বালু উত্তোলন করবেন না, এই মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
লিটন মালিথা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর রুপপুর গ্রামের লতিফ মালিথার ছেলে।
আজ রোববার(১৪ই মে) সন্ধ্যায় এ জরিমানা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি জানান, দীর্ঘদিন ধরে পদ্মার বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করছিলেন লিটন মালিথা।
“সন্ধ্যায় অভিযোন চালিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।”
“এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে” যোগ করেন ইউএনও।