নাটোর অফিস॥
আগামী ২০ শে মে থেকে নাটোর জেলায় আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম সংগ্রহ শুরু হবে। আম সংগ্রহ চলবে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত।
আজ বুধবার নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আম ও লিচুর নিরাপদ উৎপাদন, আহরণ এবং বাজারজাতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা থেকে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-পরিচালক (কৃষি) সুব্রত কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, বিভিন্ন আম ব্যবসায়ী প্রমুখ।
মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার অনান্য উপজেলা থেকে উপজেলা নির্বাাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, আম ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।