নাটোর অফিস॥
সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোরে আহমেদপুর এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারী সংগঠন ব্যুরো বাংলাদেশ। সংস্থাটির পক্ষে থেকে ৫০০শত পরিবারের মধ্যে ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে আহমেদপুর আশ্রায়ন প্রকল্পের হত-দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তেল, ১টি সেভলন ও ১টি হুইল সাবান।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, লক্ষিপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, বুরো বাংলাদেশ নাটোরের এরিয়া ম্যানেজার আনোয়ার জাহিদ, ব্রাঞ্চ ম্যানেজার আরিফুল ইসলামসহ বুরো বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীরা।
বুরো বাংলাদেশ নাটোরের এরিয়া ম্যানেজার আনোয়ার জাহিদ বলেন, আমরা জেলার বিভিন্ন এলাকায় কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি।