নাটোর অফিস॥
নাটোরে একদিনে সর্বোচ্চ ১৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সংগৃহীত ১৩৩ জনের নমুনার মধ্যে সিংড়া উপজেলায় ৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে নাটোর সদর উপজেলায়। এছাড়া লালপুরে ৯ জন এবং বাগাতিপাড়ায় ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।
এদিকে, একমাসে ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করে তিন দফায় ১০ জনের রেজাল্ট পজেটিভ এবং ২৩৪ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে। পুরাতন আরো ৩১৪ জনের রেজাল্ট পেন্ডিং রয়েছে।
দেশে করোনা সংক্রমণের ৫১তম দিন পর্যন্ত নাটোর করোনা মুক্ত থাকলেও গত ২৮ এপ্রিল মঙ্গলবার একদিনে ৮ জন এবং পরদিন বুধবার আরো একজন সহ ৯ জন করোনা সংক্রমিত রোগী সনাক্ত হয়। সর্বশেষ গত সোমবার রাতে আরো একজন সংক্রমিত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০ জনে।
এদিকে, সংগৃহীত নমুনার রেজাল্ট দেরীতে আসার কারনে অনেকেই শংকিত হয়ে পড়েছেন। অজানা শংকা তাদের পেয়ে বসেছে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান নতুন করে সর্বোচ্চ ১৩৩ জনের নমুনা সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, মানুষকে ঘরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি কর্মহীনদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। সেনাবাহিনীর সদস্য সহ করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত্র জেলা কমিটির সকল সদস্য এবং স্বাস্থ্য বিভাগ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে সর্তক রয়েছেন।