নাটোরের সিংড়ায় ৬ কৃষককে কম্বাইন হার্ভেস্টার হস্তান্তর 

নাটোর অফিসঃ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাঝে উপর্যুপরি ধান কাটা ও মাড়াইয়ে ব্যবহৃত মেশিন কম্বাইন হার্ভেস্টার পেয়েছেন সিংড়ার ৬ জন কৃষক।

এখন করোনাকালে এসব মেশিন ধান কাটার সময় ও ব্যয় সাশ্রয় করবে।

২৮ লাখ টাকা দামের এসব মেশিন ৫০% ভর্তুকিমূল্যে কেনার সুযোগ পেয়েছেন ডাহিয়া ইউনিয়নের মোঃ রইচ উদ্দিন ও আজিজুল ইসলাম, চক সিংড়ার আবু বকর সিদ্দিক রকি, মহেশচন্দ্রপুরের এমদাদুল হক, চৌগ্রাম ইউনিয়নের সরফনেওয়াজ বাবু এবং পৌর এলাকার কৃষক মিজানুর রহমান।

কৃষি বিভাগ জানাচ্ছে, ২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি কর্মকাণ্ডে পারদর্শী ৬ কৃষককে দেয়া হলো।

মেশিনগুলো শুক্রবার সকালে হস্তান্তর করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সিংড়া উপজেলা কৃষি অফিসারর সাজ্জাদ হোসেন জানিয়েছেন, আজ দ্বিতীয় দফায় প্রথম দফার সমান সংখ্যক ৬টি মেশিন হস্তান্তর করা হয়েছে। আগামীতে আরও ২টি সহ মোট ১৪ টি কম্বাইন হার্ভেস্টার মেশিন ১৪ জন কৃষকের মাঝে হস্তান্তর করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *