নাটোর অফিসঃ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নামাজ, রোজাসহ ইবাদতে মশগুল বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।
একজন মানবিক অফিসার ইনচার্জ হিসেবে ইতোমধ্যে প্রশংসা কুড়ানো পুলিশের এই কর্মকর্তাকে মাঝেমধ্যেই দেখা যায় নামাজ পড়তে।
তার ইবাদতের দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
প্রতিদিন বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক দুরুত্ব নিশ্চিতে ফোর্সসহ দায়িত্ব পালন করেন তিনি। থানায় আসা প্রতিটি ব্যক্তিকে স্বাস্থ্যগতভাবে সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে মাস্ক সরবরাহ করেন তিনি। দেশে করোনা সংক্রমণের প্রথমদিকে বাগাতিপাড়া থেকে সৃষ্ট বিভিন্ন গুজব প্রতিরোধে জনসচেতনতা তৈরী করে আলোচনায় আসেন ওসি আব্দুল মতিন।
আব্দুল মতিন জানান, ‘বাগাতিপাড়ার মানুষকে করোনা থেকে নিরাপদে রাখতে পুলিশ চেষ্টা করছে। আমরা মানুষকে বোঝাচ্ছি প্রতিনিয়ত। স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি ইবাদতে মশগুল থাকি। আমাদের নিজেদের যেমন সচেতন থাকা উচিত তেমনি করোনাসহ যাবতীয় সমস্যা মোকাবিলায় সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করা উচিত। আমার আহ্বান থাকবে সকলেই ঘরে অবস্থান করে নিজ পরিবার, এলাকা, উপজেলা, জেলা তথা সমগ্র দেশকে নিরাপদে রাখতে ভূমিকা পালন করবেন। সকলকে সরকারী নির্দেশনা মেনে বাড়িতে ইবাদতের আহ্বান জানাচ্ছি।