নাটোর অফিস॥
এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার পর নাটোর আধুনিক সদর হাসপাতালের দুইজন চিকিৎসক ও একজন অফিস সহায়ককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
জনস্বার্থে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে হাসপাতাল লকডাউন করা হয়নি। তবে আক্রান্ত চিকিৎসকের কক্ষ বন্ধ রাখা হয়েছে।
এক চিকিৎসক ও অফিস সহায়ক আক্রান্ত ওই চিকিৎসকের সংস্পর্শে আসায় তাদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক আনসারুল ইসলাম বলেছেন, এই তিনজনের পরিবারকেও হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেছেন, সিদ্ধান্তটি নেয়া হয়েছে পুরোপুরি জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে। কোয়ারেন্টিনে পাঠানো তিন জনের পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যিাল কলেজের করোনা ইউনিটের ভাইরালোজি বিভাগে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
‘এছাড়া আউটডোর,ইনডোরসহ সকল চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।’-সিভিল সার্জন যোগ করেন।