আমি বার বার আসব,
শতকোটি বার আসব,
জন্ম জন্মান্তরে আসব
ধরনীর এই ছোট্ট মথুরায়;
খুঁজিতে তোমায়,
হাঁ সজনী তোমায়,
এই স্বর্ণলতার গায়।
যেখানেই থাকো নাকো তুমি,
যে রূপেই থাকো নাকো তুমি,
আমার গভীর আত্ম-বিশ্বাস
আমার দৃঢ় প্রত্যয়,
আমার অকপট নিখাদ
নিরন্তর ভালবাসা,
ঠিকই খুঁজে দেবে আমায়;
তোমায়, হাঁ সজনী তোমায়,
এই হলদে পাখীর গায়।
আজকের এই বিবর্ণ বিকেলে
বাঁধভাঙ্গা তপ্ত অশ্রুর স্রোতধারায়
বিরহ বেদনার বেলায়
আমি চ্যালেন্জ ছূড়ে নিলাম বিদায়
তোমাকে, হাঁ সজনী তোমায়,
এই জাম জামরুলের গায়।
কবি- এ কে সরকার শাওন