নাটোর অফিস॥
অবশেষে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে নাটোর জেলায় বাইরে থেকে আগমন ও ভেতর থেকে প্রস্থান নিষিদ্ধ করা হলো। মাইকিং করে জেলাজুড়ে লকডাউনের ঘোষণা প্রচার করা হচ্ছে।
বলা হয়েছে, লকডাউনের কারণ সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ।
জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সীখানা এ নিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেছেন ‘আজ বিকেল ৩টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে।’
বৃহষ্পতিবার দুপুর ১ টায় এই ঘোষণা দেয়া হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাটোর জেলার জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে যে কোনো জেলা হতে কেউ নাটোরে প্রবেশ করতে পারবেন না এবং বেরও হতে পারবে না।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী সেবার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সংবাদকর্মীরা লকডাউনের ঘোষণার বাইরে থাকবে।
দেরীতে হলেও লকডাউন ঘোষণা করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে নাটোরবাসী।
প্রসঙ্গত, গত দুই দিনে নাটোরে ১০ জন ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হন। এর মধ্যে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন।