নাটোর অফিস॥
নাটোরের সিংড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের ৫৬বছর বয়সী নূর মোহাম্মাদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি গোপন করে পরিবার তার দাফন করে। পরে স্থানীয়রা জানতে চাইলে তিনি স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন বলে জানানো হয়। মৃত্যুর দিনও তিনি জমিতে কৃষিকাজ করেছেন।
মৃত্যুর পর নুর মোহাম্মদের নমুনা পরীক্ষার করে করোনা নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। এই নমুনা সংগ্রহ করতে যাওয়া নার্স এবং নমুনা প্রক্রিয়ার সাথে জড়িত টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হন।
এ ঘটনায় নুর মোহাম্মদের মৃত্যুর আগে থেকে দাফন পর্যন্ত যারা জড়িত ছিলেন, তাদের খোঁজ শুরু করেছে প্রশাসন। এখন পর্যণ্ত ২২জনের বাড়ি লক ডাউন ঘোষণা করে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন।
নাম প্রকাশ না করার শর্তে সিংগা পৌরসভার একজন কাউন্সিলর জানান, মৃত্যুর দুই সপ্তাহ আগে নূর মোহাম্মাদ জ্বর-সর্দিতে আক্রান্ত ছিলেন। যে দিন তিনি মারা যান সেদিনও তিনি জমিতে কৃষি কাজ করেন। বাড়ি আসার কিছু সময় পর তার মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু ধরে নিয়ে স্বাভাবিক নিয়মেই তাকে দাফন করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, নূর মোহাম্মাদের দাফন কার্য যারা সম্পাদন করেছেন, সে সব বাড়ি খুঁজে বের করে মোট ২২জনের বাড়ি লক ডাউন এবং হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।