নাটোর অফিস॥
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান, নার্স সহ ৫জন করোনা রোগি সনাক্ত হওয়ার পর পুরো উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসান।
বুধবার(২৯শে এপ্রিল)দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে এই লকডাউন (আবদ্ধ)ঘোষণা করা হয়।
ইউএনও নাসরিন বানু জানান, নাটোর জেলায় আটজন আক্রান্তের মধ্যে ৫জনই সিংড়ার। তাছাড়া ঢাকা, নারায়নগঞ্জ,গাজীপুর ফেরত প্রচুর লোকজন সিংড়াতে অবস্থান করছে। এছাড়া সিংড়ার পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলায় করোনা রোগী সনাক্ত হওয়ার কারণে পুরো উপজেলা ঝুঁকিতে রয়েছে। যার কারনে পুরো সিংড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।