নাটোর অফিস॥
নাটোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থী এবং আউটসোর্সিং-এর কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে প্রধানমন্ত্রীর নিদের্শনায় জেলা প্রশাসন নাটোরের পক্ষ থেকে ৫৮ জন দরিদ্র শিক্ষার্থী এবং নাটোর সদর জেনারেল হাসপাতালের আউট সোসিং কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শরিফুল নেশা, এনডিসি জাকির মুন্সী প্রমুখ। এই খাদ্য সামগ্রী বিতরণ কালে জেলা প্রশাসক বলেন,আপনারা ঘরে থাকুন,নিরাপদে থাকুন,আমরা আপনাদের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেব।