ঈশ্বরই এখন সাক্ষী
চৈত্রের এক দুপুরে
আলাপ থেকে সৃষ্টি ভালোবাসার!
হতাশা রাঙ্গানো বিবর্ণ শহরের
দেয়াল থেকে দেয়ালে
ভালোবেসে মাখা রং
তুমি মুছে দিতে শুরু করেছো।
ঝাপসা হতে বসেছে
এই বৈশাখে পাশাপাশি চলার
দারুণ কিছু অনুভূতি;
সেদিন বিশ্বাসের কাঁপা পালে
হাওয়া দিয়েছিল নষ্ট সিসিটিভি!
বেহায়া ইচ্ছাগুলো
বলতে গিয়েও বাঁধ সেঁধেছে ঈশ্বর-
হায়! কি করে এমন স্মৃতি
মুছতে চাওয়া যায়?
ওই পথে এখনও আসি-যাই,
খুঁজতে থাকি-
বাতাসে তোমার চুলের গন্ধ ভাসে কি-না?
ঈশ্বর এও জানেন- ছিলো
লুকাতে তোমায় কত নির্লজ্জ বাহানা!
এতোকিছুর পরেও-
রঙ্গিন শহর করছো বর্ণহীন
ভুলে গিয়ে থাকছো যে তাই
রাখছি তোমায় মনে প্রতিদিন!