নাটোর অফিসঃ
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলানে এলাকায় ঢাকা ফেরত এক ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।
গত ১লা এপ্রিল ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে লালপুরের নিজ বাড়িতে ফেরত আসেন তিনি। শরীরের জ্বর অনুভুত হলে গতকাল তিনি বড়াইগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বাড়িটি লকডাউন করে ওয়ালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশরা। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহেদ আহাম্মেদ।
শাহেদ আহাম্মেদ জানান, ঢাকা ফেরত ওই ব্যক্তি বাড়ি ফেরার পর গতকাল জ্বরে আক্রান্ত হন। তিনি বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে প্রাথমিত চিকিৎসা গ্রহণ করেন। জনগনের নিরাপত্তার স্বার্থে তার বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন, ওই ব্যক্তির পরিবারকে আগামী ১৪ দিন বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ ওই পরিবারকে ১০ কেজি চাল দেওয়া হয়েছে।