নাটোর অফিসঃ
আজ সোমবার থেকে ঔষধের দোকান বাদে বিকেল ৫টার পর থেকে নাটোর জেলার সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যসামগ্রীর দোকান বন্ধ থাকবে। তবে সরকারী জরুরি সেবাসমূহ এই ঘোষণার আওতা বহির্ভূত থাকবে।
রোববার(৫ই এপ্রিল) রাত ১০টায় এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে নাটোর জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশে করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলার অন্তর্গত কাঁচাবাজার, মুদি দোকান ও সার-বীজের দোকান বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত খোলা রাখা যাবে। বিকাল ০৫:০০ ঘটিকার পর শুধুমাত্র ঔষধের দোকান খোলা রাখা যাবে। বিকাল ০৫:০০ ঘটিকার পর ঔষধের দোকান ব্যতীত অন্য কোন দোকান খোলা রাখা যাবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারী জরুরি সেবাসমূহ এই ঘোষণার আওতা বহির্ভূত থাকবে।’