নাটোর অফিস॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে জেলা প্রশাসন নাটোরের চলমান অভিযান আজও কঠোর ভাবে পরিচালনা করা হয়।
ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ১৮ টি মোবাইল কোর্টে গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হোম কোয়ারেন্টাইন না মানা সহ বিভিন্ন অপরাধে ২৫ জন ব্যক্তিকে সর্বমোট ১৩,৭০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন,
নাটোরবাসীকে করোনামুক্ত রাখার জন্য এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে। তাই সকলকে একান্ত আবশ্যকীয় কাজ ব্যতীত ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ করা হল।