নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া, নাটোর॥
নিজ বাড়িতে ৫৯ বস্তা চাল মজুদ করায় নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার বিহারকোল বাজারে জুয়েল হোসেন(৩৬) নামের এক চাল ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (২৯শে মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল উপজেলার বিহারকোল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, ব্যবসায়ী জুয়েল তার বাড়িতে বিপুল পরিমাণে চাল মজুদ করেছেন, এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাড়ির একটি ঘরে মজুদ করা অবস্থায় ৫৯ বস্তা চাল পাওয়া যায়। অবৈধ ভাবে চাল মজুদ করায় ব্যাবসায়ী জুয়েলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।