নাটোর অফিস॥
রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রামের সেই ছাত্রকে ১০ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ রোববার(২৮শে মার্চ) দুপুরে তাকে ওই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, ওই ছাত্রের অসুস্থতার উপসর্গ পর্যালোচনায় নমুনা সংগ্রহ করার প্রয়োজন নেই বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক মামুন কবীর। সেই প্রেক্সিতে ওই ছাত্রকে ১০ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেয়া হয়। তবে তার স্বাস্থ্যের নমুনা সংগ্রহ করা হয়নি।