নাটোর অফিস॥
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাটোরের নলডাঙ্গা হাটের ব্যাপক জনসমাগমের একটি ছবি বাইরাল হওয়ার পর নলডাঙ্গা হাটের জনসমাগম বন্ধ করেছে প্রশাসন। এসময়ে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপন্য দ্রুত বিক্রি করে হাট ত্যাগ করে। তবে আদেশ অমান্য করে একটি হার্ডওয়ারের দোকান খোলা রাখায় ও সঙ্গনিরোধ না মানায় চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮৫০০ টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ শনিবার(২৮শে মার্চ) দুপুর ১টায় অভিযান চালিয়ে হাট বন্ধ করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি।
সাকিব আল রাব্বি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আট দফা নির্দেশনা দেয়া হয় যাদের অন্যতম হাট-বাজার সীমিত করা। কিন্ত নলডাঙ্গায় আজ শনিবার সকাল থেকে সাপ্তাহিক হাট শুরু হয়। হাটে ব্যাপক লোক সমাগম হওয়ার বিষয়টি জানার পর দ্রুত হাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় বন্ধের আওতায় থাকা একটি হার্ডওয়ারের দোকান খোলা দেখা যায়। ওই দোকানসহ সঙ্গরোধ অমান্য করা চার ব্যক্তিকে ৮৫০০ টাকা জরিমানা করা হয়। বিভিন্ন কৃষিপণ্যের বিক্রেতারা দ্রুত সময়ের মধ্যে ক্রয় বিক্রয় সম্পন্ন করে ঞাট ত্যাগ করেন। সকলকে সরকারি আদেশ ও নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছি।