নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর, নাটোর॥
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাচকৈর বাজারে মনোরঞ্জন কুন্ডু এন্ড সন্স নামের একটি মুদি দোকানে ৫০ টনের অধিক পণ্য মজুদের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দোকানটির মালিক মদন কুন্ডু চাল, ডাল, আটা ময়দার মতো প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী মজুদ করেছিলেন।
আজ বুধবার দুপুরে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন জানান, মুদি দোকানটিতে পণ্য মজুদ করার অনুমোদন রয়েছে ১৫ মেট্রিক টন। দোকান মালিক মদন কুন্ডু মজুদ করেছেন ৫০ টনের অধিক পণ্য যার মধ্যে চাল, আটা, ময়দার মত অত্যাবশ্যকীয় পণ্যও আছে। তাই দোকানিকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দেশের এই পরিস্থিতিতে মজুদদারির বিরুদ্ধে সরকারের নির্দেশে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।