নাটোর অফিস॥
পূর্ব ঘোষণা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, ঔষধসহ কয়েকটি দোকান বাদে বন্ধ হয়ে গেছে নাটোরের সকল দোকানপাট। দুপুরের পর থেকে শহরে কমতে শুরু করেছে লোক সমাগম। তাই ধীরে ধীরে ফাঁকা হচ্ছে রাস্তাঘাট।
আজ দুপুর ২টা থেকে নাটোর শহরে এমন চিত্র দেখা গেছে।
করোনা আতঙ্কে প্রশাসনের কঠোর হুঁশিয়ারীর পর বন্ধ হয়ে গেছে ইজিবাইকসহ ছোট ছোট যান চলাচল। তবে নাটোর-বগুড়া মহাসড়ক দিয়ে বেশ কিছু মেইল গাড়ি (দুরপাল্লার বাস) চলাচল করতে দেখা গেছে। সমগ্র শহরে মোটরসাইকেল চলাচলও কমে এসেছে।
এছাড়া রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।