নাটোর অফিস॥
বন্ধ হয়ে গেছে নাটোর শহরসহ জেলার সব উপজেলার দোকানপাট ও বিপণি বিতানগুলো। খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেসহ বন্ধ ঘোষণার আওতার বাইরে থাকা দোকানপাট। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কার্যক্রম। মাঠে রয়েছে পুলিশ প্রশাসন। সামাজিক দুরুত্ব তৈরীসহ জনসচেতনতায় মাঠে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার(২৫শে মার্চ) সারা নাটোর ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই বন্ধ ছিলো নাটোর শহরের প্রধান বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচত আলাইপুর ছায়াবাণী মোড় এলাকা। বন্ধ আছে উত্তরা প্লাজা, সাদেক কমপ্লেক্স, মন্দির মার্কেট, রোজি মার্কেট, মিল্লাতসুপার মার্কেটসহ অনান্য প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে শহরের পিলখানা রোডস্থ শতাধিক জুয়েলার্স। দুপুর ১২টায় শহরজুড়ে জনসচেতনতায় নামে অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল।
এছাড়া সকাল থেকেই সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর,বাগাতিপাড়া ও নলডাঙ্গার নিত্যপ্রয়োজনীয় খাদ্য, ঔষধসহ কয়েকটি বাদে প্রায় প্রতিটি দোকান বন্ধ রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম আকরামুল হাসান বলেন, মানুষ যাতে স্বাভাবিক দুরুত্ব বজায় রাখে সেজন্য আমরা অভিযান শুরু করেছি। আমরা নাটোরবাসীকে বিনীত অনুরোধ করছি ঘরের ভেতর অবস্থান করার জন্য।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী মাঠে নেমেছে। সকলকে ঘরে থেকে সহযোগিতার অনুরোধ করছি।