নিজস্ব প্রতিবেদক, সিংড়া, নাটোর॥
করোনা ভাইরাস প্রতিরোধ নাটোরের সিংড়া পৌর এলাকার গোডাউন পাড়া মহল্লা সোমবার রাত থেকে লকডাউন ঘোষনা করা হয়েছে।
স্থানীয়রা বসে এই নিদ্ধান্ত নিয়েছেন বলে জানান, সিংড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম ইসাহক আহমেদ। তিনি বলেন, প্রবাসী ও আত্বীয় স্বজনদের ফোন করে আপাতত পাড়ায় না আসার জন্য অনুরোধ করা হয়েছে। সোমবার রাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া পাড়ার লোকজন বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
দেখে গেছে, পাড়ার দুই প্রবেশ দ্বার বাঁশ ও বালুর বস্তা ফেলে বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা সদরের হোটেল রেষ্টুরেন্ট ও চায়ের দোকান গুলো বন্ধ রয়েছে। তবে উপজেলার পাড়া মহল্লার চায়ের দোকান পাঠ খোলা রয়েছে। সরকারী নির্দেশনা মানছেন না তারা।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, গোডাউন পাড়া মহল্লা লকডাউনের বিষয়টি তার জানা নেই। তিনি বলেন,এবিষয়ে গুজব ছড়ানো হচ্ছে।