নাটোর অফিস॥ নাটোরে করোনা ভাইরাস বাহিত কোভিড-১৯ রোগে আক্রান্ত কোনো রোগী সনাক্ত হয়নি। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১০ পর্যন্ত কোভিড-১৯ উপসর্গ নিয়ে কোন ব্যক্তি হাসপাতালে আসেননি।
সম্প্রতি নাটোর থেকে পরিচালিত একটি গণমাধ্যমে নাটোর কারাগারে করোনা আক্রান্ত রোগী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হবার পর থেকে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা ২২৯ জন। গতকাল এই সংখ্যা ছিল ২০৮।
তিনি আরো জানান, ইতিমধ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে।কর্তব্যরত চিকিৎসদের নিরাপত্তার জন্যে চাহিদা মতো পিপিই পাওয়া গেছে।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, এই সংকটকালে নাটোরের গণমাধ্যমগুলোতে সতর্কতার সাথে সংবাদ পরিবেশন করতে অনুরোধ করছি। অতীতের ন্যায় নাটোরের স্থানীয় সংবাদপত্র ও অনলাইল নিউজ পোর্টালগুলো প্রশাসনকে আতঙ্ক ছড়িয়ে নয়, জনসচেতনতা তৈরীতে পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা করছি।