নাটোর অফিস॥
নাটোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৭ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়।
সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, এদের মধ্যে আজ পর্যন্ত ২৬ জনের ১৪ দিন মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের হোম কোয়ারেন্টাইন ছেড়ে স্বাধীনভাবে চলা ফেরা করতে বলা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৮জন।
তিনি আরও জানান, বড়াইগ্রামে একজন গার্মেন্টস্ ব্যবসায়িকে করোনা সন্দেহে ঢাকা আইসিডিআর এবং নাটোর কারাগারের একজন হাজতি নাটোর সদর হাসপাতাল আইসলেশান ইউনিটে ভর্তি করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে প্রতিদিনই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ অনেকেই হোম কোয়ারেন্টাইন এড়িয়ে চলছেন।