নাটোর অফিস॥
নাটোরের নিচাবাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মনিটরিংকালে পেঁয়াজ ও রসুনের দাম বেশী রাখায় দু’জন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ রোববার(২২শে মার্চ) শহরের আলাইপুর নীচাবাজার কাঁচা বাজারে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম জানান, সরকারের নির্দেশনায় ও জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী করোনার অজুহাতে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে সেকারণে নিয়মিত বাজার মনিটরিং শুরু করেছে ভ্রাম্যমান আদালত। দুপুরে নিচাবাজার এলাকায় বেশী দামে রসুন বিক্রি প্রমাণিত হওয়ায় ইয়ার আলী নামে একজন সবজি ব্যবসায়িকে ৫ হাজার টাকা এবং উজ্জল নামে অপর এক ব্যবসায়ির বেশী দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।