নাটোর অফিস॥
নাটোর শহরের আলাইপুর ও নীচাবাজার এলাকার পৃথক ভ্রাম্যমান আদালত মেয়াদ উত্তির্ণ লাইসেন্স দিয়ে ডায়গনস্টিক ব্যবসা পরিচালনা ও ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবে নির্দ্দিষ্ট পরিমানের চেয়ে তাপমাত্রা কম থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
আজ রোববার(২২শে মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) আবু হাসান জানান, ৫ বছর আগে আলাইপুরস্থ জামান ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ উত্তির্ণ হওয়ার পরও লাইসেন্স নবায়ন না করেই অবৈধভাবে ডায়গনস্টিক ব্যবসা করে আসছিলেন। এ কারণে জামান ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা সহ ডায়গনস্টিকের সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়া হয়। এছাড়া চামেলী ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবে নির্দ্দিষ্ট পরিমানের চেয়ে তাপমাত্রা কম থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।